গজলডোবায় তৈরী হচ্ছে সিঙ্গল স্ট্যান্ড স্টিল সেতু। তিস্তা ক্যানালের ওপর এটি নির্মাণ করা হচ্ছে। এটির দৈর্ঘ্য ১২৬ মিটার প্রস্থে ৭.৫ মিটার। এ ছাড়া সেতুর দু পাশে ১.৫ মিটার করে ফুটপাথ ও আছে। এটি পূর্ত দপ্তর শিলিগুড়িতে তৈরী করছে। উত্তরবঙ্গে এই রকম একটি স্প্যানের সেতু আর নেই। পূজার আগেই এই সেতুর কাজ শেষ করা হবে ও পুরো সেতুটি আলো দিয়ে সাজানো হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...