প্রায় ৮ ফুট লম্বাএকটি অজগরকে উদ্ধার করা হল বাগডোগরার গোঁসাইপুর এলাকা থেকে।এক বাসিন্দার ঘরের সিলিঙের ওপর সাপটি ছিল। খবর পায়ে সর্প প্রেমী সুভাষ তালুকদার ও তার মেয়ে সেখানে যান। তারপর সাপটিকে উদ্ধার করে অন্য জায়গায় ছেড়ে দেন। রেঞ্জার জানান বনদপ্তরের কর্মীরা অন্য কাজে ব্যস্ত থাকলে সুভাষবাবুই সাপ উদ্ধার করেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...