শিলিগুড়ির মহানন্দার চারপাশ সুন্দর করে সাজানো হচ্ছে। আবার সেতুর পিলারের আশপাশ থেকে অবাধে বালি পাথর তুলে নিয়ে চলে যাচ্ছে দুষ্কৃতীরা। প্রশাসনের কোন হোলদোল নেই। এখন থেকে বালি পাথর তোলার কোন অনুমতি নেই। নদীতে জল বাড়লে পিলার বসে গিয়ে বিপদের আশংকা আছে। সামনেই বর্ষা আসছে। সেতু ভেঙে বিপর্যয় ডেকে আনতে পারে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...