কলকাতায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার কাঁচা মাল সরবরাহের দপ্তর যা আর এম ডি নাম পরিচিত তা গুটিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে। সংস্থার পরিচালন পর্ষদ এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করেছে। এর ফলে প্রায় ৩০০ লোকের কাজ হারানোর আশংকা আছে। এতে দুগাপুর স্টিল ও ইস্কোকে প্রায় পাঁচ গুন বেশি দামে বাজার থেকে লৌহ আকরিক কিনতে হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...