গতবারে পর্তুগাল ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। এবারে ট্রফি জিততে তারা মরিয়া। গোলের মধ্যে রয়েছেন অধিনায়ক রোনাল্ডো। তাঁর দুই পাশে বার্নার্দো সিলভা ও ফার্নান্দেস। তারা দলের দুই অস্ত্র। রোনালডো একাই একশো। কোচ ফার্নান্দো স্যান্টোস ২০১৪ থেকে দলের কোচ। আগেরবার তিনি পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়ন করেন। এবারে তাঁর দল পর্তুগাল নেশনস কাপ ও জিতেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...