ইউরো কাপে ফিনল্যাণ্ড ও ডেনমার্কের খেলায় ফিনল্যাণ্ড ১ গোলে জিতেছে। গোল করেন ৬০ মিনিটে পোহিয়ানপালো। কিন্তু তার আগে একটি ঘটনা ঘটে। খেলা প্রায় ১ ঘন্টা বন্ধ ছিল। ৪২ মিনিটে ডেনমার্কের এরিকসন খেলার মধ্যে হটাৎ মুখ থুবড়ে মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তবে দ্রুত প্রাথমিক চিকিৎসায় তার জ্ঞান ফিরে আসে। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখন তিনি স্থিতিশীল।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...