রবিবার নেদারল্যান্ড ও ইউক্রেনের খেলা ছিল নাটকে ভরপুর। প্রধমার্ধে কোন গোল হয়নি। সব গোল হয় বিরতির পর। ৫২ ও ৫৮ মিনিটে পর পর দু গোল করে নেদারল্যান্ড দু গোলে এগিয়ে যায়। গোল করেন উইনারডাম ও ওয়েহস্ট। ৭৫ ও ৭৯ মিনিটে দুগোল ইউক্রেন শোধ করে দিলে খেলার ফল হয় ২-২ . ৮৫ মিনিটে ইয়েরেমাচুক গোল করলে নেদারল্যান্ড ৩-২ গোলে ম্যাচ জিতে নেয়। অন্য খেলায় অস্ট্রিয়া ৩-১ গোলে হারায় উত্তর ম্যাসিডোনিয়াকে।
রাজ্য
আগামী ৯ জুলাই নতুন শ্রমবিধির বিরুদ্ধে সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হবে
খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি তে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি নতুন শ্রমবিধির বিরুদ্ধে ২০ সে মে সাধারণ ধর্মঘট ডেকেছিল ।কিন্তু ভারতের বর্তমান পাকিস্তানের...