স্পেন তার পুরানো ছকেই খেললো। প্রচুর পাস কিন্তু জিততে পারল না। বাধা হয়ে দাঁড়াল সুইডেনের গোলরক্ষক ওলসেন। স্পেনের আক্রমণের ঝড়ে সুইডেন নাস্তানাবুদ হয়ে যায়। পুরো দল নিচে নেমে এসে ডিফেন্সে লোক বাড়িয়ে পরিস্থিতি সামলায়। সঙ্গে যোগ্য সহযোগিতা করে তাদের গোলরক্ষক। স্পেনের স্ট্রাইকারের অভাব ছিল। তোরেস ও দাভিদ ভিয়া না থাকায় তারা গোলের দরজা খুলতে পারলো না।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...