ইউরো কাপে পর্তুগাল হারালো হাঙ্গেরিকে। খেলার ফল ৩-০। রোনালডো একাই করেন দু গোল। ৮৩ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল গোলশূন্য। রোনালডো দুদলের মধ্যে ব্যবধান গড়ে দেন। তাঁর ফিটনেস অনবদ্য এবং এটা তাঁর পঞ্চম ইউরো কাপ। তবে ৮৪ মিনিটে রাফায়েল প্রথম গোল করেন । এরপর ৮৭ মিনিটে পেনাল্টি থেকে রোনাল্ডো গোল করেন। অতিরিক্ত সময়ে আবার রোনালডো গোল করে খেলার ফল নিয়ে যান ৩-০।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...