বেলজিয়াম জিতল ডেনমার্কের বিরুদ্ধে।খেলার ফল ২-১। গত ম্যাচে ডেনমার্ক দলের খেলোয়াড় এরিকসন মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিল। সেই আতংক থেকে তারা এখনো বেরিয়ে আসতে পারে নি। যদিও আজ খেলা শুরুর ২ মিনিটেই ডেনমার্ক গোল করে এগিয়ে যায়। ৫৪ মিনিটে গোল শোধ করেন দ্য ব্র্যুইনের পাস থেকে আজর। ৭১ মিনিটে দ্য ব্রুইন গোল করলে বেলজিয়াম ২-১ গোলে জিতে যায়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...