উরুগুয়ের বিরুদ্ধে জেতার পর আর্জেন্টিনা শিবিরের ছবিটা পুরো পাল্টে গেছে।মেসিদের এখন ২ ম্যাচে ৪ পয়েন্ট। সোমবার তারা প্যারাগুয়ের বিরুদ্ধে খেলতে নামবে। মেসি বলেছেন কোপায় তার দলে অনেক ভাল খেলোয়াড় আছেন। শুধু তার ওপর দল নির্ভরশীল নয়। এখন থেকে ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে গোল ও বাড়াতে হবে। তবে তাদের স্ট্রাইকার মার্টিনেস ভাল খেলতে পারছে না। .অনেক সুযোগ নষ্ট করেছেন। এটাই চিন্তার।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...