এবারে ইউরো কাপের আগে জার্মানিকে নিয়ে অনেকেই বিশেষ মাথা ঘামাননি। প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ১ গোলে হারার পর তা আরো প্রকোট হয়।তবে শনিবার পর্তুগালকে ৪-২ গোলে হারানোর পর সব হিসাব ওলোটপালোট হয়ে গেছে। জার্মান কোচ মনে করেন আক্রমণাত্মক খেলার জন্যই জার্মানি ঘুরে দাঁড়িয়েছে। এবারে তাদের সামনে হাঙ্গেরি। জিততে পারলেই এবারে তারা গ্রুপ অফ ডেথ থেকে পরের পর্বে চলে যেতে পারবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...