কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহার করার জন্য গত প্রায় আট মাস ধরে দিল্লি সীমান্তে কৃষকরা অবরোধ করেছেন। এই অবরোধ কবে কিভাবে উঠবে তা বিজেপির নেতারা জানেন না। এদিকে সামনের বছর পাঁচ রাজ্যে বিধানসভার ভোট। তারা জানেন পাঞ্জাবে ক্ষমতায় ফেরা সম্ভব নয়। পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকেরা ও অসুন্তুষ্ট। অবিলম্বে কৃষকদের ক্ষোভ দূর করতে না পারলে উত্তরপ্রদেশ থেকেও ক্ষমতা চলে যেতে পারে। এই নিয়ে নাড্ডার সঙ্গে বৈঠকে বসেন দলের কিষান মোর্চার নেতারা।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...