করোনার দ্বিতীয় ঢেউ থেকে কাটিয়ে ওঠার আগেই তৃতীয় ঢেউ নিয়ে সকলে চিন্তিত। এতে নতুন ধরণের সংক্রমণ ডেল্টা প্লাস স্ট্রেন থাকতে পারে। । এটি অনেক বেশি শক্তিশালী। একবার যদি এটি ছড়িয়ে পড়ে তবে তার থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। ভারতে তিনটি রাজ্যে এই সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। এই তিনটি রাজ্য হল মহারাষ্ট্র,কেরালা এবং মধ্য প্রদেশ। এই রোগকে প্রতিরোধ করার জন্য এই তিন রাজ্যকে চিঠিও লিখেছে কেন্দ্রীয় সরকার।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...