করোনার প্রতিষেধক কোভ্যাকসিন টিকা শিশুদের আগামী সেপ্টেম্বর মাসে দেওয়া হতে পারে। ভারতের পাটনা, দিল্লি সহ অনেক শহরে এই টিকা শিশুদের ওপর প্রয়োগ করে পরীক্ষা চালানো হচ্ছে। বিদেশে এখন ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।করোনার তৃতীয় ঢেউতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। একদল বিশেষজ্ঞ জানান শিশুদের ক্ষেত্রে করোনা প্রতিরোধে হামের টিকা ফলপ্রসূ হতে পারে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...