চা বাগানে কর্মরত অবস্থায় হটাৎ চিতাবাঘের আক্রমণে আহত হলেন একজন শ্রমিক। এই দৃশ্য দেখে ভয়ে চারজন শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন। বুধবার সকালে বানারহাট ব্লকের একটি চা বাগানে এই ঘটনা ঘটে। আহতকে বীরপাড়া স্টেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে বাগানের হাসপাতালে চিকিৎসা করা হয়। বাগান কর্তৃপক্ষ বনদপ্তরকে চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাততে অনুরোধ করেছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...