ওয়েলসকে ৪-০ গোলে হারিয়ে ডেনমার্ক পৌঁছে গেল শেষ আটে। গ্ৰুপের শেষ ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে হারিয়তারা শেষ ষোলোয় যায়। এই দিন দু গোল করলেন ডোলবার্গ এবং তিনিই খেলার নায়ক। বাকি দুই গোল করেন মেহেল ও ব্রেথওয়েথ শুরুর দিকে ওয়েলস প্রচুর সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। তাদের ব্রেথ গোল করতে পারেনি। টানা ১৫ ম্যাচে সে গোল পেল না।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...