ব্রাজিলের সময় ভাল যাচ্ছে না। আগের ম্যাচে গোল নিয়ে বিতর্ক বেঁধেছে। অনেকে বলেছে রেফারির সহায়তা না পেলে ব্রাজিল জিততে পারতো না। তার ওপর কোপা আমেরিকা কাপের সংগঠকের সমালোচনা করার জন্য দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা ব্রাজিল কোচের আর্থিক জরিমানা করেছে । তিতে বলেছিলেন যে মাঠে খেলা হয়েছে তা এতো খারাপ যে তাতে ফুটবল খেলা সম্ভব নয়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...