চেকেরা হারাল নেদারল্যান্ডকে। মাঝমাঠ জমাট রেখে ও গতি দিয়েই তারা পরাস্ত করল নেদারল্যান্ডকে। ম্যাচের আগে বিশেষজ্ঞরা যদিও বলেছিলেন নেদারল্যান্ড ফেভারিট ৫৫ মিনিটে চেকের শিককে বাধা দিতে গিয়ে বল হাতে লাগান ম্যাথিয়াস ডি লাইট। ভিডিও দেখে রেফারী তাকে লাল কার্ড দেখান। ৬৮ মিনিটে চেকের হোলেস গোল করে ১-০ গোলে দলকে এগিয়ে দেন। ৮০মিনিটে হোলেসের পাস থেকে শিক গোল করে দেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...