সুইসদের কাছে হেরে ফ্রান্স ইউরো থেকে বিদায় নিয়েছে। দেশঁর বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে। কেন সুইসদের বিরুদ্ধে তারকাখচিত দল নিয়েও হারতে হল।কোচের রণনীতি এবং ফ্রান্স কেন আরো আক্রমণাত্মক হল না তা নিয়ে দেশের লোক প্রশ্ন করছে। তারা কোচের পরিবর্তন চান। তারা জিনেদিন জিদান কে দলের দায়িত্ব দেবার পক্ষে। তবে দেশঁ র সঙ্গে ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্টের দারুন সম্পর্ক। তাই দেশঁ এখনই সরবেন কিনা তা বোঝা যাচ্ছে না।
রাজ্য
রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা জারি করলো হাওয়া দফতর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে জন্ম নিয়েছে এলটি নিম্নচাপ ।নিম্নচাপ
টি স্থান পরিবর্তন করে উত্তর দিকে সরে গেলে আগামী ৪৮ ঘন্টা তে...