ইতালি অপরাজেয় হয়ে উঠেছে। তাকে কেউ আটকাতে পারছে না। শুক্রবার তারা বর্তমানে বিশ্বের ১ নম্বর বেলজিয়ামকে হারিয়ে দিয়ে চলে গেল সেমিফাইনালে। এখন তাদের প্রতিপক্ষ স্পেন। আজকের খেলার ফল ইতালির পক্ষে ২-১। ১৩ মিনিটেই গোল করে ছিল ইতালি। কিন্তু অফসাইডের জন্য তা বাতিল হয়ে যায়। ৩১ মিনিটে বারেল্লা এবং ৪৪ মিনিটে ইনসিনিয়ে গোল করলে ইতালি ২ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান লুকাকু।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...