আগের ম্যাচে স্পেনের গোলরক্ষক দলকে নিজ গোল করে পিছিয়ে দিয়েছিলেন। আজ সুইসদের বিরুদ্ধে টাইব্রেকারে তিনি দুটি পেনাল্টি শট আটকে দিয়ে দলকে সেমিফাইনালে তুললেন। ১২০ মিনিট খেলার পর ফল ছিল ১-১। ৮ মিনিটে সুইজারল্যান্ডের জাকারিয়া সেম সাইড গোল করেন। ৬৮ মিনিটে খেলায় সমতা ফেরান সুইসদের শাকিরি। ৭৭ মিনিটে লালকার্ড দেখেন ফ্রিউলার এবং তারপর সুইসরা ১০ জনে বাকি সময় লড়াই করে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...