চেক দলকে হারিয়ে দিল ডেনমার্ক। তারা জিতল ২-১ গোলে এবং সেমিফাইনালে পৌঁছে গেল। ইউরো কাপের শুরুতে চেক বা ডেনমার্ককে নিয়ে বিশেষজ্ঞরা খুব একটা মাথা ঘামান নি। কিন্তু দুই দলই কোয়ার্টার ফাইনালে উঠেছিল। শনিবার খেলার পাঁচ মিনিটেই ডেনমার্কের ডিলানি গোল করে দলকে এগিয়ে দেন। ৪২ মিনিটে গোল করে ডোলবার্গ। বিরতিতে ২ গোলে এগিয়েছিল ডেনমার্ক। দ্বিতীয়ার্ধে ১গোল করে প্যাট্রিক শিক ব্যবধান কমান।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...