সুইসদের টাইব্রেকারে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। কোচ এনরিকে জানান তার দল ইউরো জিততে খুবই আগ্রহী। তাদের এবারে প্রতিপক্ষ শক্তিশালী ইতালি। তিনি ইতালিকে সমীহ করেন কিন্তু তার জন্য দলের খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ দিতে রাজি নন। প্রথমে বিশেষজ্ঞরা স্পেন কে নিয়ে খুব একটা আমল দেননি। কিন্তু এখন তারা পেছনে তাকাতে চান না। এখন কাপ জেতাই তাদের লক্ষ্য। ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...