কোপা আমেরিকা কাপের সেমিফাইনালে উঠল ব্রাজিল।তারা চিলি কে হারাল ১ গোলে। নেমারের পাস থেকে গোল করেন পাকুয়েতার। ব্রাজিল এই খেলার আগে চিলির থেকে অনেকটা এগিয়ে ছিল এবং তাদের জেতা স্বাভাবিক। তবে খেলার পর চিলির ভিদাল রেফারির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন প্রকাশ্যে। তবে তিনি ব্রাজিল দলকে অভিনন্দন জানিয়েছেন। ব্রাজিলের জেসুস লাল কার্ড দেখেন ৪৮ মিনিটের মাথায় এবং বাকি সময় ব্রাজিল ১০ জন খেলে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...