২০০৮ ও ২০১২ তে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। আগের ইউরোতে শেষ ষোলোর খেলায় ইটালির কাছে হেরে যায় স্পেন। এবারে স্পেন তার বদলা নিতে চায়। দুদলই তাদের প্রতিপক্ষকে ভাল করে চেনে । তবে স্পেন দলের কাছে খারাপ খবর তাদের খেলোয়াড় সারাবিয়ার চোট। তিনি আগের ম্যাচে খেলার সময় চোট পেয়েছেন। ফলে সেমিফাইনালে তিনি অনিশ্চিত। সোমবার জানা যাবে তিনি খেলবেন কি না।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...