স্পেন কোচ এনরিকে জানিয়েছেন ইউরোতে সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে তার দলই শ্রেষ্ঠ। তিনি দলের সমস্ত খেলোয়াড়দের বন্ধু এবং নিজের লোক হয়ে উঠেছেন। খেলার সময় তারা তাদের সেরা খেলা উপহার দেবে। তার দল এখন ইউরোতে চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবছে। স্পেন এবারে ইউরো কাপ জেতার জন্য ঝাঁপিয়ে পড়বে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...