বিশেষজ্ঞরা ইতালিকে এগিয়ে রেখেছে। তবে এই সব খেলায় শেষ পর্যন্ত কি হবে তা বলা যায় না। ইতালি শক্তির ওপর নির্ভর করে ফুটবল খেলছে। তার সঙ্গে শিল্পও মিশিয়েছে। ফুটবলের তিনটি বিভাগ আছে রক্ষণ,মাঝমাঠ ও আক্রমণ -এর সব কটিতেই ইতালি শক্তিশালী। সঙ্গে আছে দুর্দান্ত রিজার্ভ বেঞ্চ। ইতালির আক্রমণের তিনজন কখন কি করে তার ঠিক নেই। পুরো দলটা দুরন্ত গতিতে আক্রমণ শানাচ্ছে বিপক্ষের গোলে। একটু এদিক ওদিক হলেই গোল অবশ্যম্ভাবি।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...