ইতালির বিরুদ্ধে স্পেনের সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। ইতালি একটা নতুন ধরণের ফুটবল ইউরো কাপে উপহার দিচ্ছে এবং অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। স্পেনের প্রথম দিকের খেলা ভাল হয় নি। তাদের মূল সমস্যা গোল করা। তবে তারা আস্তে আস্তে ছন্দে ফিরেছে।স্পেনকে খেলার শুরু থেকেই দেখতে হবে যাতে ইতালি মাঝমাঠের দখল নিতে না পারে। স্পেনের রক্ষণেরও কঠিন পরীক্ষা। ইতালি আবার পরিস্থিতি বুঝে খেলার ধরণ পরিবর্তন করে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...