গত বিশ্বকাপের পর ইউরোর সেমিফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড কোচ সাউথগেট দলের সকলকে বলেছেন এটাই সেরা সুযোগ দেশের মানুষ যাতে আনন্দ করতে পারে। তারা ফাইনালে যাওয়ার আপ্রাণ চেষ্টা করবেন। অধিনায়ক হ্যারি কেন জানান গত বিশ্বকাপের পর তারা আবার ইউরো সেমিফাইনালে উঠেছেন। আগের থেকে দলে খেলার অনেক উন্নতি হয়েছে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। ভুল করা একদম চলবে না।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...