উইম্বলডনে মেয়েদের সিঙ্গেলস ফাইনালে উঠেছে বার্টি এবং প্লিসকোভা। বৃহস্পতিবার সেমিফাইনালে বার্টি হারায় আঞ্জেলিক কের্বের কে। তার এটা প্রথম ফাইনালে খেলা। অন্য খেলায় প্রথমে পিছিয়ে পড়েও প্লিসকোভা হারায় সাবালেঙ্কাকে। সেও এবারে প্রথম উইম্বলডনের ফাইনালে পৌঁছাল। বার্টি ঘাসের কোর্টে খুব দক্ষ। সকলে একেই ফেভারিট ধরেছে। কিন্তু প্লিসকোভা ও ছেড়ে কথা বলবে না। তাই একটা জমজমাট ফাইনালের অপেক্ষায় সবাই।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...