বক্সিংয়ে লাভলিনা জিতল। সে মঙ্গলবার হারাল জার্মানির নাদিন আপতেজকে। খেলার ফল ৩-২। সে কোয়ার্টার ফাইনালে উঠল। এবারে তার সামনে চিনা তাইপের প্রতিদ্বন্দ্বি। তাকে হারাতে পারলে লাভলিনার অলিম্পিকে পদক জয় নিশ্চিত হয়ে যাবে।মঙ্গলবার জেতার পর আসামে তার গ্রামের লোকেরা আতশবাজি জ্বালিয়ে উৎসব পালন করেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...