প্রতিবেশী ইস্টবেঙ্গল ক্লাবে ডামাডোল চলেছে। সেই ক্লাবের ভবিষ্যৎ অন্ধকারে রয়েছে। কিন্ত হাবাসের প্রশিক্ষণে মোহনবাগানে প্রাকটিস শুরু হয়ে গেল।গত বারে ফাইনালে উঠেও ট্রফি পায় নি মোহনবাগান। এবারে সামনে এ এফ সি,কলকাতা লীগ ও ডুরান্ড কাপের খেলা রয়েছে।অনুশীলনে কেউ প্রবেশ করতে পারেনি। এদিকে ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থা ক্লাবের লাইসেন্সিনের কাগজপত্র এ এই এফ অফ এর কাছে জমা করেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...