ত্রিপুরায় বিএসএফের দুই জওয়ান জঙ্গি হামলায় মারা গেছেন। মঙ্গলবার সকালে ধোলাই জেলায় হটাৎ জঙ্গিরা জওয়ানদের আক্রমন করে।তারাও পাল্টা জবাব দেন। তারা তখন সীমান্তে টহল দিচ্ছিলেন । গুলিতে ১ এস আই ও ১ জওয়ানের মৃত্যু হয়। জঙ্গিরা পালানোর সময় কিছু অস্ত্র নিয়ে পালায়। তাদের খোঁজে তল্লাশি করা হচ্ছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...