রাস্তা তৈরী করার সময় জলের পাইপ ফেটে যায় এবং এতে আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। দেগঙ্গার বিশাল এলাকা জুড়ে এই অবস্থা চলেছে। প্রায় দু বছর অতিক্রান্ত হলেও এখনও পরিস্রুত জল পাওয়া যায় না। এলাকায় জলকষ্ট চলেছে। এসকল এলাকা আর্সেনিকপ্রবন।কিন্তু এখানকার লোকেরা বাধ্য হয়ে গভীর নলকূপের জল পান করছেন। এতে বিপদের সম্ভাবনা বাড়ছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...