করোনার বিধিনিষেধ যখন শিথিল করা হয় তখনই সংক্রমণ বেড়ে যাচ্ছে। কেন্দ্র নির্দেশ পাঠিয়েছে আগামী উৎসবের দিনগুলিতে মানুষ যেন ভিড় না বাড়ায়। সামনে মহরম, ওনাম ,জন্মাষ্টমী, গণেশ চতুর্থী ও দুর্গাপূজা রয়েছে। এই উৎসবের দিনগুলিতে মানুষ যেন রাস্তায় নেমে ভিড় না করে। সমস্ত রাজ্যকে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক এই বিষয়ে চিঠি লিখে জানিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ এখনো চলছে। বিশেষজ্ঞওরা জানিয়েছেন তৃতীয় ঢেউ যে কোন সময় আসতে পারে। তাই সতর্ক থাকতে হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...