রাজ্যসভার ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর জন্য তৃণমূল কংগ্রেসের ৬ সাংসদকে বুধবার ১ দিনের জন্য সাসপেন্ড করা হয়। এই ঘটনায় সারাদিন সংসদ বারে বারে মুলতুবি ঘোষণা করা হয়। রাজ্যসভায় সারাদিনে অন্য বিরোধী দলের সদস্যরা প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে তাদের ক্ষোভ জানান। তবে তাদের কাউকে সাসপেন্ড করা হয় নি। বিরোধীরা জানান সরকার তাদের ঐক্য ভাঙতে চান। তবে বিরোধীরা একতার মাধ্যমেই তার জবাব সরকারকে দেবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...