করোনার প্রকোপ কমলে ডিসেম্বর মাসেই বইমেলা সেরে ফেলতে চায় গিল্ড। তারা ফেব্রুয়ারী অবধি অপেক্ষা করতে রাজি নয়। এবছরে মে জুন মাসে বইমেলা হওয়ার কথা থাকলেও তা করা সম্ভব হয় নি। করোনার জন্য সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বই মেলা সঠিক সময়ে শুরু করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন প্রকাশকেরা জানাচ্ছেন কলেজ স্ট্রিট বই পাড়া সবে খুলেছে তবে বিক্রি তেমন নেই।কাজেই বইমেলার খরচ নিয়ে তারা চিন্তায়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...