জলপাইগুড়ি থানার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায় ও লরি চালক সহ প্রচুর সেগুন কাঠ আটক করে। আটক করা সেগুন কাঠের মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। উদ্ধার হওয়া কাঠ অসম থেকে শিলিগুড়ি হয়ে কলকাতায় যাচ্ছিল। ধরা পড়া কাঠের পরিমান ৫৬০ সিএফটি। গত সপ্তাহে আরো একটি লরি কাঠ পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়েছিল। উভয় ক্ষেত্রে ভিন রাজ্যের লরি ব্যবহার করা হয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...