রাজ্য সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছে যে শহরে সমস্ত সেতু ও উড়ালপুলে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হবে। .কিন্তু এখনো বহু সেতু ও উড়ালপুলে ট্রাম লাইন রয়ে গেছে। এই লাইনগুলি ঠিকমত মেরামত করা হয় না। এর জন্য অনেক দুর্ঘটনা ঘটছে। তাই পুলিশ শহরের ২৪ টি রাস্তা থেকে ট্রাম লাইন তুলে ফেলতে বা ঢাকা দিয়ে দিতে রাজ্যের পরিবহন সচিবকে চিঠি দিয়েছে। এই ব্যবস্থা নিলে গাড়ির গতি বাড়বে এবং দুর্ঘটনা কমবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...