হিমাচল প্রদেশে ধস নামায় আগেই ১০ জনের মৃত্যু হয়েছিল। পরে ৪ জনের দেহ উদ্ধার করা হয়। যাঁরা এখনো নিখোঁজ রয়েছেন তারা কেউ বেঁচে নেই বলে প্রশাসনের অনুমান। হিমাচল পরিবহন দপ্তরের নিখোঁজ বাসটির সন্ধান পাওয়া গেলেও সেটিকে উদ্ধার করা সম্ভব হয় নি। কেন্দ্রের কাছ থেকে পাওয়া চারটি হেলিকপ্টার থাকলে ও মন্দ আবহাওয়ার জন্য তা কাজ করতে পারে নি।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...