নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল যাদবপুরের সন্তোষ পুরে মিনিবাস স্ট্যান্ড থেকে স্টার্টার দের গুমটি উৎখ্যাত করাকে কেন্দ্র করে পথ অবরোধ করলেন মিনিবাস চালক ও কর্মীরা । এর পরে পুলিশ কয়েকজন বাস চালক কে আটক করলে তারা বন্ধ করে দেয় সন্তোষ পুর – বিবাদী রুটের বাস চলাচল ।এই জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল ।