জলপাইগুড়ির মাল বাজার পুরসভা এলাকায় বাইসনের আক্রমণে শুক্রবার ভোরে এক মহিলার মৃত্যু হয়। তার নাম সীতা দেবী। তিনি ফুল তোলার সময় একটি জংলী বাইসন তাকে গুঁতিয়ে দেয়। পরে বনকর্মীরা সকাল প্রায় সাড়ে নটা নাগাদ ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাইসনটিকে কাবু করেন। ক্রেনের সাহায্যে তাকে গোরুমারায় নিয়ে যাওয়া হয়। পরে জানা যায় বাইসনটি বাঁচে নি। তবে বনদপ্তর এব্যাপারে এখনো কিছু জানায় নি।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...