অর্থমন্ত্রী জানান আগের ইউপিএ সরকার তেল বন্ড ছেড়েছিল। সেই বন্ডের টাকা ও সুদ মেটানোর জন্যই তিনি তেলের শুল্ক কমাতে পারছেন না। তেলের দাম না কমার জন্য আগের সরকার দায়ী। কংগ্রেস এই ব্যাপারে প্রতিবাদ করেছে। তারা জানায় এই সরকার এইখাতে এপ্রিল পর্যন্ত ৩৫০০ কোটি টাকা দিয়েছে কিন্তু এই খাতে আয় করেছে ৪ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা এদিকে অশোধিত তেলের দাম কমলেও দেশে তেলের দাম কমাতে সরকার আগ্রহী নয়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...