পুজোর আগেই দমদমের তিন পৌরসভা করোনা টিকার প্রথম ডোজ প্রায় সকলকেই দিয়ে দিয়েছে। কিন্তু তৃতীয়া থেকে গতকাল ষষ্ঠী পর্যন্ত মাস্ক ছাড়া দর্শনার্থীদের মণ্ডপগুলিতে ভিড় করা দেখে পুরকর্তাদের মাথায় হাত। এই এলাকায় এখন প্রতিদিন গড়ে চার পাঁচ জন সংক্রমিত হচ্ছেন। শুধু মণ্ডপেই নয় রাস্তা ঘাটে , দোকানে বাজারে একশ্রেণীর মানুষের মধ্যে মাস্ক পড়ার অনীহা দেখা দিচ্ছে। পুজোর পর আবার বাকি থাকা মানুষদের টিকার ব্যবস্থা করবে পুরসভা।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...