প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশে আগামী বছরে ভোট। তাই সেখানে পুজো করতে না দিলে ভোটে তার প্রভাব পড়তে পারে। তাই সরকার পুজো করার অনুমতি দিয়েছে মাসখানেক আগে যদিও করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু দিল্লিতে পুজোর অনুমতি পেতে দিশেহারা অবস্থা এই পুজোর উদ্যোক্তাদের। অনেকে দ্বিতীয়া পর্যন্ত জানতেন না পুজো হবে কি না। এরপর সরকারি হুমকি আছে বিধি নিষেধ না মানলে পুজো বন্ধ করে দেওয়া হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...