নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গুয়াহাটির কামরূপ জেলার আইআইটির ক্যাম্পাসে কালীপুজোর সময় বালির মধ্যে পায়ের ছাপ পাওয়া গিয়েছিলো । তখন মনে করা হয়েছিল এটি বনবিড়ালের পায়ের ,কিন্তু এর পরে সজারুর দেহের অংশ বিশেষ পাওয়ার পরে সবাই নিশ্চিত হয় এই ছাপটি চিতাবাঘের তার পরে বাঘ ধরার জন্য ছাগলের টোপ দিয়ে পাতা হয় ফাঁদ ,এবং ওই ফাঁদেই ধরা পরে বাঘটি বন দফতরের কর্মীরা এসে বাঘটিকে নিয়ে যায় ,আতঙ্ক আছেন ছাত্র -ছাত্রী এবং অধ্যাপক রা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...