হেলিকপ্টার দুর্ঘটনার কারণ – যন্ত্রের গন্ডগোল ,কুয়াশা না অন্য কিছু তা জানতে ব্ল্যাক বক্সের তথ্যের ওপর নির্ভর করতে হবে। আজ তদন্তকারী দল ও তামিলনাড়ু পুলিশ দুর্ঘটনা স্থল ঘুরে দেখেন। তদন্তকারী দলে ৮ জন সদস্য রয়েছেনা।দ্রুত এই তদন্ত শেষ করে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা সর্বসমক্ষে নিয়ে আসা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বায়ুসেনা জল্পনা ও গুজব না ছড়াতে অনুরোধ করেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...