গত ১১ ফেব্রুয়ারী ভারতে শেষ হওয়া সপ্তাহে বিদেশী মুদ্রার ভান্ডার কমেছে ১৭৬.৩ কোটি ডলার । রিসার্ভ
ব্যাঙ্কের তথ্য অনুযায়ী তা এসে দাঁড়িয়েছে ৬৩,০১৯ কোটি ডলারে তবে ওই সময়ের মধ্যে ভাণ্ডারে সোনার মজুদ অবশ্য বেড়েছে ।উল্লেখ্য তার আগের শেষ হওয়া সপ্তাহে ওই বিদেশী মুদ্রার ভান্ডার কমছিল ২১৯.৮ কোটি ডলার ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...