সম্প্রতি রাজ্যের অর্থ দফতর নির্দেশিকা দিয়ে জানিয়েছিল আগের বছর ১০ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের জন্যছুটি ঘোষণা করা হয়েছিল ,কিন্তু এইবার মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথি তে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন পড়েছে ৩০ সে মার্চ । তাই সেইদিন হরিচাঁদঠাকুরের জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের সব কার্যালয় ও প্রতিষ্ঠান ছুটি থাকবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...